শিক্ষক নিয়োগ আর মামলা যেন সমার্থক হয়ে উঠেছিল রাজ্যে। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ। ২০১৭ সালের টেট সংক্রান্ত যাবতীয় আবেদনের নিষ্পত্তি হল সোমবার। বিচারপতি আব্দুল নাজির ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ টেট মামলায় নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব ২০১৭ সালে বিজ্ঞপ্তি জারি হওয়ায় টেট পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
সর্বোচ্চ আদালতে ২০১৭ সালের টেট পরীক্ষা নিয়ে মামলা করেন ইমনা চৌধুরী। ইমনার আইনজীবী আলি এহসান আলমগির জানান, 'টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় ২০১৭ সালে। আর পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। মাঝের ৪ বছরে কোনও পরীক্ষা হয়নি। এই সময়কালে অনেকেই টেটে বসার উপযোগী হলেও তাঁদের সেই সুযোগ দেওয়া হয়নি। ফলে বয়স বাড়তে থাকলেও নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়া যায় না। আদালতের এই পর্যবেক্ষণে চাকরির স্বপ্ন দেখা অনেক পরীক্ষার্থী লাভবান হবেন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন