এখনও উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা কাটেনি। এমন আবহে বুধবার শিক্ষামন্ত্রী-স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘ বৈঠক হয় বলে জানা গিয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।নিয়োগ প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাউন্ট শো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এ নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছে।
উচ্চ প্রাথমিক নিয়োগে অস্বচ্ছতা সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে আদালতে দায়ের হয়েছে মামলা। এই সংক্রান্ত প্রত্যেকটি মামলার একযোগে শুনানি করতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী ২০ জুলাই সকাল ১১টায় সেই শুনানি হবে।
নিয়োগ নিয়ে জটিলতা কাটাতে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভ শংকর সরকারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বলেই সূত্রের খবর। সূত্রের খবর বৈঠকে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি ভাবনা চিন্তা করছে সেই বিষয়ে কমিশনের চেয়ারম্যান রিপোর্ট দেন শিক্ষামন্ত্রী কে। শুধু তাই নয় ইন্টারভিউ শুরু করতে গেলে আইনি জটিলতায় ফের পড়বে নাকি সেই বিষয়ে কমিশনের চেয়ারম্যান তার মতামত বলেই সূত্রের খবর। যদিও এই বিষয়ে কমিশনের চেয়ারম্যানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন