মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন সব্যসাচী দত্ত। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন মুকুল। আর এরপর থেকেই মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত সব্যসাচী দত্তের দলবদলের জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে।
মুকুল রায়ের স্ত্রীয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল বলে মন্তব্য করেন সব্যসাচী। তিনি বলেন, 'আমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁর হাতে খেয়েছি। বিগত ২০ বছর ধরে চিনি। ওঁর আত্মার শান্তি কামনা করি।' উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হন মুকুল-পত্নী। যদিও, মুকুলের বাড়িতে সব্যসাচীর যাওয়া ঘিরে ফের চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন