এবারের বিধানসভা ভোটে আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে বিতর্ক আছে। ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বেশকিছু হেভি-ওয়েট বাম নেতা। এই ইস্যুতে শরিকদের একাংশের দাবি, আইএসএফকে সঙ্গে নেওয়ার বিরূপ প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। এবার সেই জোট নিয়েই মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।জেলা কমিটির বৈঠকে যোগ দিতে শনিবার আলিপুরদুয়ারে আসেন সূর্যকান্ত।
প্রসঙ্গত, বিধানসভার শোচনীয় ফলাফলের পর বাম শরিকদের একাংশের দাবি ছিল কংগ্রেস ও আইএসএফকে নিয়ে ভোটে লড়ার ফলেই মুখ ফিরিয়েছেন সমর্থকরা। তার থেকে বরং ওই দুই দলকে ছেড়ে একা লড়ুক সিপিএম। এদিন এনিয়ে সূর্যকান্ত বলেন, বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ দলগুলির আরও একত্রিত হওয়া প্রয়োজন। তাই এই জোট। এতে ফ্রন্টের কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই। আগামী ২১ জুলাই এনিয়ে বামফ্রন্টের বৈঠক রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন