ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, অনলাইন কাউন্সেলিং শেষ হওয়ার ৭ দিনের মধ্যেই নতুন প্রার্থীরা নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন। এই ঘোষণার পরেই চিন্তিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যাঁরা আগে থেকেই চাকরি করছেন। অথচ দীর্ঘদিন ধরে নিজের জেলায় বদলি পাননি। বদলির আশায় বসে থাকা পুরনো শিক্ষকদের আশঙ্কা, একবার নিয়োগ হয়ে গেলে, তাঁদের বদলি আটকে যেতে পারে। তাই দ্রুত তাঁদের বদলি প্রক্রিয়া তরান্বিত করার দাবিতে ইতিমধ্যেই তদ্বির শুরু করেছেন তাঁরা। তবে পর্ষদ জানিয়ে দিয়েছে, 'বদলির প্রক্রিয়া বন্ধ হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন