ফের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক। অভিযোগ, পরীক্ষায় পাশ করার কোনও প্রমাণ নেই। নথি যাচাইয়ের কাজও হয়নি। অথচ বেশ কয়েক বছর ধরে তাঁরা চাকরি করছেন। উঠে এসেছে এমন ১২ জনের নাম। এমন ঘটনায় স্তম্ভিত বিচারপতি।
প্রাথমিক শিক্ষক হিসেবে ২০১৬ সালে নিয়োগ করা হয় এক প্রার্থীকে। সমস্ত নথি যাচাই করেই তাঁকে নিয়োগ করা হয়েছিল বলে দাবি স্বদেশ দাস নামে ওই প্রার্থীর। সেই মতো চাকরিও করেন তিনি। কিন্তু কিছু দিন পরে ফের তাঁর নথি চেয়ে পাঠায় জেলা প্রাথমিক পরিদর্শক। তাতেই উঠে আসে আসল তথ্য। কারণ টেট পরীক্ষায় পাশ করা বা তাঁর যোগ্যতা সংক্রান্ত নথির কোনও কিছুরই প্রমাণ দিতে পারেননি স্বদেশ। চাকরি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক। ওই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে ওঠে।
নিয়োগে অস্বচ্ছতা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তোলেন বিচারপতি। কী ভাবে ওই নিয়োগ করা হয়েছে, প্রশ্ন তোলেন বিচারপতি। পর্ষদ ওই প্রার্থীকেই দোষী সাব্যস্ত করতে চায়। এর পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই প্রার্থী জানান, তিনি শুধু একা নন, পর্যাপ্ত নথি ছাড়া চাকরি করছেন এ রকম ১২ জন। নথি যাচাই না-করেই ওঁদের চাকরি দেওয়া হয়েছে। শুক্রবার শুনানির সময় বিষয়টি জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি। তার পরেই এই মামলা থেকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন