করোনার কারণে এবছর হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতন বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী বছরও খাতা-কলমে মূল্যায়ন না হলে নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা, এমনটাই ঘোষণা করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, 'এবছর একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকের কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ ও আধুনিক হবে।'
প্রসঙ্গত, এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা গর্জে ওঠেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। পড়ুয়াদের বিক্ষোভের জেরে পরে অবশ্য প্রায় সবাইকেই পাশ করিয়ে বাধ্য হয় সরকার। বহু পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অখুশি ছিলেন। সেক্ষেত্রে অনেকেই রিভিউ করান। রিভিউতে অনেকের নম্বর বেড়ে যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন