ভবানীপুর উপনির্বাচনে আইনি জটে স্বস্তি রাজ্যের। দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। মুখ্য সচিব কেন একটি কেন্দ্রের জন্য ভোটের আর্জি জানাবেন, এই মর্মে ভবানীপুরের ভোট নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সোমবার সেই মামলারই শুনানি ছিল। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, এ মামলা আগামী সোমবার ফের তিনি শুনবেন।
বঙ্গে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
রাজ্যে একাধিক আসনে উপনির্বাচনের প্রয়োজন হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভবানীপুর নিয়ে কেন চিঠি দিলেন মুখ্যসচিব? কে মুখ্যমন্ত্রী হবেন, তা কি মুখ্যসচিব ঠিক করতে পারেন? এই প্রশ্ন তোলেন মামলাকারী। ওই মামলার দ্রুত শুনানির আরজি জানান মামলাকারী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন