সংযুক্ত মোর্চা না থাকলেও এবারের নির্বাচনে তিনটি আসনে কংগ্রেসর সঙ্গে জোট ধর্ম বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করছে বামেরা। তবে ভোটের পর জোট ভাঙলে সেই দায় নেবেনা বামেরা। ২৭ সেপ্টেম্বর কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে এক সভা থেকে মঙ্গলবার একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এবার ভবানীপুরে উপ নির্বাচনে প্রার্থী দেয়নি কংগ্রেস। সিপিএম প্রার্থী দিলেও প্রচারে থাকবে না কংগ্রেস নেতারা। আবার সামশেরগঞ্জে দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও হাত চিহ্নে ছাপ দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে কংগ্রেস। তিনটি কেন্দ্রের ভোট নিয়ে কংগ্রেসের চিন্তাভাবনায় ধোঁয়াশায় সিপিএম। বিশেষ করে ভবনীপুরে প্রচারে নামা ও সামশেরগঞ্জ নিয়ে বিধানভবনের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানান সংযুক্ত মোর্চার মূল কারিগর বিমান বসু। তবে জোট সঙ্গীর আচরণে তাঁরা যে ক্ষুব্ধ এদিন তাও স্পষ্ট করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন