করোনার কারণে প্রায় ২ বছরের কাছাকাছি সময় বন্ধ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে করোনা সংক্রমণ তুলনামূলক নিয়ন্ত্রণে আসায় স্কুল খোলার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র এবং হিমাচল। তবে কোভিডবিধির পাশাপাশি মেনে চলতে হবে আরও বেশ কিছু শর্ত।
শুক্রবার হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নেতৃত্বে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই দিন থেকে স্কুলে যেতে পারবে।
এর পাশাপাশি ৪ অক্টোবর থেকে মহারাষ্ট্র জুড়ে স্কুলগুলি আবার খুলবে, শুক্রবার জানিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড় বলেন, "গ্রামাঞ্চলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সমস্ত স্কুল খুলে দেওয়া হবে"।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন