প্রবল বেগে অন্ধ্র ও ওড়িশা উপকূলে ল্যান্ডফল করল ঘূর্ণিঝড় গুলাব। সন্ধে আটটা নাগাদ একশো কিলোমিটারের কাছাকাছি গতিবেগে সেটি আছড়ে পড়ে। আগামী ৩ ঘণ্টার মধ্যে গুলাব অন্ধ্রের কলিঙ্গপত্তনম ও ওড়িশার গোপালপুর অতিক্রম করে যাবে। ল্যন্ডফল শেষ হতে মধ্যরাত্রি হয়ে যাবে। এমনটা জানিয়েছে দিল্লির মৌসম ভবন।
রবিবার বিকেল নাগাদ ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার কথা ছিল 'গুলাব'-এর। তার প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানা গিয়েছিল। রবিবার সকাল থেকেই বাড়ে বৃষ্টির পরিমাণ।
শ্রীকাকুলামের জেলা শাসক সুমিত কুমার জানিয়েছেন, 'ল্যান্ডফলের পরবর্তী ২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঝড়ের গতি ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ২টি এনডিআরএফ ও ৪টি এসডিআরএফ টিম পৌঁছে গিয়েছে। ঘূর্ণঝড়েরক প্রভাবে প্রবল বৃষ্টিতে বন্যাও হতে পারে। এনিয়ে চিন্তায় রয়েছে প্রশাসনের। কারণ জেলার ১৯টি মন্ডল বন্যাপ্রবণ।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন