দিল্লির রোহিণী কোর্টে গুলি চলার ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রোহিনী আদালতের ২০৭ নম্বর ঘরে। ঘটনায় মৃত দিল্লির মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর।
আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন আইনজীবীর বেশেই আদালতে প্রবেশ করেছিল দুই দুষ্কৃতী। বিচারকের সামনে গোগীকে পেশ করা মাত্র, তারা গুলিতে ঝাঁঝরা করে দেয় কুখ্যাত গুন্ডাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন