দেশের স্বাস্থ্য ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন তিনি। ওই ভার্চুয়াল অনুষ্ঠান থেকে প্রত্যেক দেশবাসীর জন্য হেলথ আইডি কার্ডের ঘোষণা করলেন মোদী।
এই কার্ডের সুবিধা জানা গিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে, হেলথ আইডি কার্ড আদতে একটি হেলথ অ্যাকাউন্ট। মোদী জানান, গরীব এবং মধ্যবিত্তদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে সাহায্য করবে এই কার্ড।
ডিজিটাল যুগে ভারত যে কতটা এগিয়ে গিয়েছে, তা বোঝাতে প্রধানমন্ত্রী UPI এবং CoWin-এর কথাও উল্লেখ করেন মোদী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন