ফের বড় বিপর্যয়ের আশঙ্কা। বঙ্গোপসাগরের নিম্নচাপ কিছুতেই পিছু ছাড়ছে না। যে কারণে নতুন করে সপ্তাহান্তে আবারও বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পরই নবান্নর পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে।
তবে আবহাওয়া যতই দুর্গম হোক, ভবানীপুরের উপনির্বাচন যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। সূত্রের খবর, কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন ভবানীপুরে কোথাও যাতে কোনও ভাবেই জল না জমে সেই দিকে নজর দিতে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে উপকূলে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নিয়েই এ দিন গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন