দীপাবলির আগেই কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২৮ শতাংশ থেকে বেড়ে হবে ৩১ শতাংশ। বর্দ্ধিত মহার্ঘ ভাতা চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা পাবেন ৬৮ লক্ষ পেনশনভোগীও।
গত জুলাই মাসে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। করোনা আবহে প্রায় এক বছর ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত ছিল। গত জুলাইয়ে শেষপর্যন্ত এক্ষেত্রে বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল।
বলে রাখা ভাল, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাত বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশ। আর মহার্ঘ ভাতার এই আকাশ-পাতাল তফাতের কারণে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে। বামপন্থী রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ'র মতে, "ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পরেও, রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার তফাত বেড়ে গিয়ে আজকের ২৮ শতাংশে পৌঁছেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন