বহু বিতর্কের পরে ১৬ নভেম্বর থেকে খুলছে এ রাজ্যের স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে করোনা আবহে স্কুল-কলেজে কীভাবে ক্লাস করবে পড়ুয়ারা, তার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কীভাবে ক্লাস হবে, তার নির্দেশিকাও জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বদলাচ্ছে ক্লাসের সময়সূচি। শুক্রবার এ বিষয়ে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশিকা অনুযায়ী, সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত হবে নবম ও একাদশ শ্রেণির ক্লাস। আর সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস। একই সঙ্গে একাধিক পড়ুয়ার যাতে জমায়েত না হয়, সেই কারণেই ক্লাসের সময় আলাদা রাখা হল বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
এবার থেকে কীভাবে হবে ক্লাস?
১. সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকবে স্কুল তবে ভিড় যাতে না হয় সেই কারণে আলাদা আলাদা সময়ে নেওয়া হবে ক্লাস।
২. একটি ক্লাসকে ভেঙে দিতে হবে দুই বা তার বেশি ভাগে।
৩. একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলের ভিতরে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন।
৪. নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে ১০ থেকে সাড়ে তিনটে পর্যন্ত। তবে ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে অর্থাৎ সাড়ে ন’টায় স্কুলে পৌঁছতেই হবে পড়ুয়াদের।
৫. দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে বেলা ১১ টা থেকে সাড়ে চারটে পর্যন্ত। এক্ষেত্রেও ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে স্কুলে যেতে হবে পড়ুয়াদের।
৬.কঠোরভাবে পালন করতে হবে কোভিড বিধি। ১৬ নভেম্বরের আগে স্যানিটাইজ করতে হবে সমস্ত স্কুল। পড়ুয়াদের মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার আবশ্যক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন