অবশেষে সত্যি হল জল্পনা। দীপাবলির আগেই কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২৮ শতাংশ থেকে বেড়ে হবে ৩১ শতাংশ। বর্দ্ধিত মহার্ঘ ভাতা চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে।
মূল বেতন বা পেনশনের বর্তমান হার ২৮ শতাংশের ওপর ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রতি প্রতি বছর ৯,৪৮৮.৭০ কোটি টাকা বাড়তি খরচ হবে। এর পাশাপাশি জানা গিয়েছিল যে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ তিন শতাংশ বাড়তে পারে। সেই মতো এদিন মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হল। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের খুশি করবে।
গত জুলাই মাসে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। করোনা আবহে প্রায় এক বছর ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত ছিল। গত জুলাইয়ে শেষপর্যন্ত এক্ষেত্রে বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন