জল্পনা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। এমনকী দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার কেন্দ্রের প্রতি লাগাতার বিষদগারের কারণেও বাড়ছিল চাপ। অবশেষে বুধবার বেলা গড়াতেই ক্রমশ স্পষ্ট হতে থাকে চিত্র টা। কেন্দ্রের ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করে বুধবারই পেগসাস কান্ডে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট।
পেগসাস মামলায় যে বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠিত হবে, সে কথা আগেই জানিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামানা। বুধবার রায় ঘোষণার সময় সেই ঘোষণাই করা হয়।
এরপরই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। জানানো হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রণের নেতৃত্বে কাজ করবে ওই কমিটি। তাঁর পাশাপাশি বাকি দুই সদস্য হলেন অলোক যোশী এবং সন্দীপ ওবেরয়। তদন্ত শেষ করে ৮ সপ্তাহ পর সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট পেশ করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন