বিধানসভা নির্বাচনের আগে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিত। কেউ দলবদল করেছিলেন, কেউ আবার রাজনীতির নতুন মুখ হিসেবে এসেছিলেন গেরুয়া শিবিরে। ভোটের পর তাঁদের মধ্যে অনেকেই দল ছেড়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফেসবুক ও টুইটারে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়েছিল।
রাজনৈতিক মহলের মতে, শ্রাবন্তী দল ছাড়লে দলের তেমন কোনও ক্ষতি হবে না। তবে এক তারকা মুখ কমে যাওয়া বিজোপির জন্য ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের অপর অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন