আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে ঘরে ঘরেই পৌঁছে যাবে রেশন। এবার রাজ্যে চালু হল 'দুয়ারে রেশন' প্রকল্প। একইসঙ্গে মহিলাদের রেশনের ডিলারশিপ দিতেও তৎপর মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজ্যের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই 'দুয়ারে রেশন' প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একটি হোয়াটস অ্যাপ নম্বর নম্বর চালু করেন।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 'খাদ্যসাথী-আমার রেশন মোবাইল' অ্যাপ। ওই অ্যাপের মাধ্যমেই রেশন সংক্রান্ত যাবতীয় আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। পাশাপাশি রেশনকার্ডের আন্তঃরাজ্য গ্রহণযোগ্যতার সূচনা করেন। যার ফলে এবার আধার ও রেশন কার্ড সংযুক্ত করা থাকলে যে কোনও প্রান্তের বাসিন্দা যে কোনও জায়গা থেকে রেশন নিতে পারবেন।
এর পাশাপাশি,'দুয়ারে রেশন' প্রকল্পে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু-জন করে কর্মী নিতে পারবেন ডিলাররা। ওই কর্মীদের অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলার। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'দুয়ারে রেশন' প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি রেশন ডিলারশিপ নেওয়ার খরচ অনেকটা কমাল রাজ্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন