মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বকেয়া পুরভোটগুলি করার উদ্যেগ নেওয়া হবে। সেই মতো কিছুদিন আগেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য। কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রস্তাবে সায় দিয়েছে কমিশন। রাজ্যের প্রস্তাবিত দিন অর্থাৎ ১৯ ডিসেম্বরেই হবে কলকাতা ও হাওড়ার পুরভোট হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ২০ নভেম্বর পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে পারে রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, সংবাদ প্রতিদিনে আগেই নির্বাচনের সূচি প্রকাশিত হয়েছিল। এবার সেই খবরেই সিলমোহর পড়ল। উপনির্বাচন মিটতেই কমিশনের সঙ্গে পুরনির্বাচন নিয়ে আলোচনায় বসেছিল রাজ্য সরকার। ১৯ ডিসেম্বর দুই পুরসভায় ভোট করানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেই প্রস্তাবেই সায় দিল কমিশন। পুরদফতরকে জানিয়ে দেওয়া হল, ১৯ ডিসেম্বরই কলকাতা ১৪৪ ও হাওড়ার ৫০ আসনে পুরভোট হচ্ছে। নির্বাচনীবিধি বলে, ভোটের বিজ্ঞপ্তি জারির ২৭-৪২ দিনের মধ্যে ভোট করতে হয়। তাই দ্রুত পুরভোটের বিজ্ঞপ্তি জারি হবে। কমিশন সূত্রে খবর, ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।
যদিও কমিশন ও রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "রাজ্যের একাধিক পুরসভায় ভোট বকেয়া রয়েছে। এভাবে দু-টি পুরসভায় ভোট করানো যায় না। আমরা রাজ্য ও কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। প্রয়োজনে আদালতে যাব আমরা।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন