রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলার কারণে আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। প্রায় সাত বছরের কাছাকাছি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। সেই জট কবে কাটবে তা বলা বেশ কঠিন।
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেন, পুজোর আগেই চার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যে। পাশাপাশি, আরও একটি লিস্ট বের করে শীঘ্রই ১৭০০ জনকে নিয়োগ দেওয়া হবে। জগদ্ধাত্রী পুজোর পর, এই নিয়োগ হবে।
উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেন, আপার প্রাইমারি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশে নিয়োগ হবে। ১২,০০০ শিক্ষক পদে নিয়োগ করতে সরকার বদ্ধপরিকর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন