৪০ বছর পর শাপমুক্তি। দীর্ঘদিন পর কলকাতা লিগ এল মহমেডান স্পোর্টিংয়ের তাঁবুতে। আজ প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ফাইনাল ম্যাচে রেলওয়ে এফসি-কে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস জোশেফ। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও, গোল ধরে রাখে মহমেডান।
এদিন এই ম্যাচে নামার আগে মহামেডানের উপর প্রত্যাশার চাপ অনেকটাই বেশি ছিল। একে তো দল ৪০ বছরে কলকাতা লিগ জেতেনি। তার উপর আবার ফাইনালের আগে সকলেই কমবেশি সাদা-কালো ব্রিগেডকে ফেভরিট ধরেই নিচ্ছিলেন। তার উপরে ছিল ৪০ হাজার সমর্থকের প্রতাশা। সব মিলিয়ে এই ম্যাচে নামার আগে মহামেডান যেমন এগিয়ে ছিল। তেমন চাপেও ছিল। আর এই চাপের মুখে শুরুটা দুর্দান্ত করেন কোচ আন্দ্রেই চের্নিশভের ছেলেরা।
 
 
 
 
 
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন