বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে ভাল খবর। রিপোর্ট বলছে, ফের একপ্রস্থ কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াবে সরকার। এবার সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কেবল ডিএ বৃদ্ধির কারণে বেতনে ২০,০০০ টাকা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মূলত, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে বছরে দু-বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবারও সেই পথেই হাঁটতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার।
প্রায় দেড় বছর ধরে আটকে ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। জানুয়ারি ২০২০, জুলাই ২০২০ ও জানুয়ারি ২০২১ সালের-- অর্থাৎ তিনটি কিস্তির ডিএ আটকে ছিল। চলতি বছরে কেন্দ্রের তরফ থেকে এই তিন কিস্তির ডিএ প্রাথমিকভাবে ক্লিয়ার করা হয়। ফলত এই বছরের আগে কর্মচারীরা ডিএ পেতেন ১৭%। সেই ডিএ বাড়িয়ে প্রথমে ২৮% করা হ।। প্রাথমিকভাবে মোট ১১% বাড়ে ডিএ। এরপর ডিএ- তে ফের একবার বদল আসে। জুলাই মাসের কিস্তি ক্লিয়ার করার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার ফলে, মোট ৩১% ডিএ বৃদ্ধি পায় কর্মচারীদের।
নিয়ম অনুযায়ী, যদি ডিএ এর পরিমাণ ২৫% ছাড়িয়ে যায়, তবে ডিএ এর সঙ্গে বাড়াতে হবে কর্মচারীদের হোম রেন্ট অ্যালাওয়েন্স ( Home Rent Allowance) বা HRA-ও। বর্তমানে কর্মচারীরা ৩১% ডিএ পান, খুব স্বাভাবিকভাবেই তাই ডিএ এর সঙ্গে বাড়ার কথা HRA এর-ও। এই দুইয়ের ফসল হিসাবে তাই বৃদ্ধি পাওয়ার কথা কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের।
অনুমান করা হচ্ছে, নতুন বছরে প্রায় ২.৩০ লাখ টাকা বাড়তে পারে কর্মচারীদের বেতন। যা বিপুল। বেতন এতটা বেড়ে যাবার পিছনে যেমন ডিএ এর ভূমিকা আছে, তেমনই বড় অবদান HRA এর-ও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন