দীর্ঘ দিন পরে অফলাইন ক্লাস শুরু হতেই একাধিক স্কুলে পড়ুয়া ও শিক্ষকরা করোনা আক্রান্ত হচ্ছেন। এবার কলেজের এক ছাত্রের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই ভয় ও আতঙ্কে ক্লাস ছাড়লেন সহপাঠী ও অন্যান্য পড়ুয়ারা। ভাবনায়চ কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমনই ঘটনায় জোর চাঞ্চল্য শিলিগুড়িতে। জানা গিয়ছে, গত শুক্রবার কলেজে ক্লাস করে যাওয়া এক ছাত্র কোভিডে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, মহামারী পর্ব কাটিয়ে স্কুল খোলার পর বড়সড় বিপদ। এবার নদীয়ার কল্যাণীর স্কুলে একইসঙ্গে ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এমন খবরে কল্যাণীতে হইচই পড়ে গিয়েছে। করোনা মহামারীর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিকশা প্রতিষ্ঠান। প্রশাসন মহামারীর মাঝে স্কুল খুলে কোনও ঝুঁকি নিতে চায়নি। তবে পড়ুয়াদের মাথায় চিন্তার শেষ ছিল না। পরীক্ষা, ভবিষ্যৎ চিন্তায় জেরবার ছিল পড়ুয়ারাত।
তবে প্রশাসনের আশঙ্কা ছিল, করোনার দাপাদাপি কমার আগে স্কুল খুললে বড় বিপদ হতে পারে। এর ফলে দেশে ও রাজ্যে করোনার দাপট কিছুটা থিতিয়ে যাওয়ার পরই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু তাতেও বিপদ এড়ানো গেল না। রাজ্য সরকার জানুয়ারি মাস থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলমুখো করার চিন্তা-ভাবনা শুরু করেছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ঘটনা নতুন করে ভাবতে বসাতে পারে রাজ্য প্রশাসনকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন