চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ রাজ্য জুড়ে। এবার স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হল বাগুইআটি থেকে। তাঁদের গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
গতকাল, বৃহস্পতিবার রাতে বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনজন যুবক আসেন। এলাকার বেশ কয়েকজনকে নিজেদের জালে জড়িয়ে তাঁরা টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ।
এর পরে বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পরে বাগুইআটি থানার পুলিশ এসে ওই তিনজনকে প্রথমে আটক করে। এরপরই তাঁদের জিজ্ঞাসাবাদ করে নানা সন্দেহজনক কথা উঠে আসে। পাশাপাশি ওই তিনজনের কাছ থেকে স্বাস্থ্যভবনের জাল প্যাড, সই করার কাগজ, নকল স্ট্যাম্প উদ্ধার হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন