ফের বিতর্কের কেন্দ্রে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। থানার ওসি-র টেবিলের উপর পা তুলে তাঁকে বিধায়কের ক্ষমতা দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবীর। এর পাশাপাশি বদলিরও হুমকি দেওয়া হয়েছে।
এর আগে বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের বিধায়ক। এমনকি আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে দল থেকে সাসপেন্ডও হয়েছিলেন তিনি। কিন্তু তার পরও বেফাঁস মন্তব্যে দাঁড়ি টানেননি বিধায়ক। এবার পুলিশকর্মীকে হুঁশিয়ারি দিয়ে আবারও সংবাদ শিরোনামে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন