ইতিমধ্যে অড সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর,এবার সব বিশ্ববিদ্যালয়গুলিকে যেখানে যেখানে সম্ভব সেমেস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর।
করোনা অতিমারির কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবারই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট। করোনা অতিমারির সময়কালে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এই সময় ডিজিটালকে জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের পরীক্ষা। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন