ওমিক্রন আতঙ্কের মাঝেই টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে যেমন ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর দিনক্ষণ জানালেন তিনি, তেমনই নিয়ন্ত্রিতভাবে দেশে 'বুস্টার ডোজ' চালুর কথাও জানিয়ে দিলেন তিনি। সবমিলিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত করোনা যুদ্ধে দেশকে আরও এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নরেন্দ্র মোদীর ঘোষণা করলেন ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে এই টিকাকরণ শুরু হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মী ও করোনার প্রথম সারির যোদ্ধাদের দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ।
প্রধানমন্ত্রীর কথায়, "করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ের এখনও পর্যন্ত অভিজ্ঞতা বলছে, সব নিয়ম মেনে চলাই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। আরেকটা উপায় হল টিকাকরণ। আমাদের দেশও বহুদিন আগে থেকে ভ্যাকসিন তৈরির কাজ করেছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন