চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণ সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। দ্বিতীয় ঢেউ-এর মতো ফের রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মধ্যে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বহু চিকিৎসক, নার্স। যার কারণে সোমবার স্বাস্থ্য ভবনে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হলেন স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এর মাঝেই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগী-সহ মোট ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন