সিপিএন নেতা খুনের পরিকল্পনার নেপথ্যে ছিলেন বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহতো। মাওবাদীরা পরিকল্পিতভাবেই খুন করেছিল সিপিএম নেতা প্রবীর মাহাতোকে। তিনিই এই ঘটনার মূলচক্রী। ১৩ বছরের পর লালগড়ের প্রবীর মাহাতো খুনের মামলায় তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।
খুনের মামলায় বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালতে ছত্রধর মাহাতো সহ ১৭ জনের বিরুদ্ধে ৯৬ পাতার একটি চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে এনআইএয়ের তদন্তকারীরা। তার ভিত্তিতেই চার্জশিট পেশ করা হয়েছে। যেখানে প্রতি ক্ষেত্রেই ঘটনার মূলচক্রী বা ষড়যন্ত্রকারী হিসেবে নাম রয়েছে তৎকালীন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধরের নাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন