বঙ্গে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এমন আবহে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভ আগরওয়াল জানান, যে সব রাজ্যে পজিটিভিটি রেট উর্ধ্বমুখী, সেই রাজ্যগুলিকেই এই উদ্বেগের তালিকায় রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে পজিটিভিটি রেট ২২.৩৯ শতাংশ, দিল্লিতে পজিটিভিটি রেট ২৩.১ শতাংশ আর বাংলায় সেই হার ৩২.১৮ শতাংশ। এরপরে রয়েছে উত্তর প্রদেশ, যেখানে পজিটিভিটি রেট ৪.৪ শতাংশ। করোনা যে দেশ জুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে সে কথাও উল্লেখ করেন স্বাস্থ্য সচিব।
রাজ্যের পজিটিভিটি রেট নিয়ে কেন্দ্রের রিপোর্ট প্রসঙ্গে বললেন চিকিৎসক অজয় সরকারএদিন বলেন, 'যা পরিস্থিতি হচ্ছে, তা আগামিদিনে সামাল দেওয়া কঠিন হবে। আমরা দিতে পারব না - এটা ঘটনা। যেভাবে সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যার পিছনে না দৌড়নোই ভাল। আমরা যতটা টেস্ট করছি, টেস্ট করছি না তার থেকেও বেশি। সবকটাই ওমিক্রন, ফলে প্রকোপটা কম। কোভিড প্রোটকল আমাদের চালিয়ে যেতে হবে, টিকা নিতে হবে, বুস্টারটাও নিতে হবে। আমার মনে হয়, এমন দিন আসছে যে যারা পজিটিভ নয় তাঁদের কোয়ারেন্টাইন করতে হবে আর যারা পজিটিভ তাঁরা মাস্ক পরে ঘুরবেন।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন