রাজ্যে একলাফে অনেকখানি বেড়েছে করোনা সংক্রমণ। আর এই কারণে বন্ধ হোক গঙ্গাসাগর মেলা। এই মর্মেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। আজ সেই মামলার শুনানিতে আদালত গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল। করোনা আবহে সবদিক বিচার করে আদৌ মেলা আয়োজন সম্ভব কি না, তা স্পষ্ট জানাতে হবে রাজ্য প্রশাসনকে।
সম্প্রতি হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন জানান। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়। এবারও একই পরিমাণ ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। তাঁর আবেদনের ভিত্তিতেই এদিন বিচারপতি মেলা আয়োজন নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে বলেন। রাজ্যের তরফে আইনজীবীকে প্রশ্ন করেন, মেলা আয়োজনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন