রাজ্যে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন।
এদিকে, আরজি কর হাসপাতালে ৫১জন চিকিৎসকের করোনা আক্রান্তের খবর জানা গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭। করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২। গত ২৪ ঘণ্টায় করোনা কোপে মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে মোট মৃত্যু সংখ্যা ১৯ হাজার ৮৬৪। অ্যাক্টিভ কেস- ৫১ হাজার ৩৮৪। রাজ্যে পজিটিভ রেট ২৬.৩৪ শতাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন