স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য ভাল খবর। এবার কোয়ারেন্টাইন লিভের সুবিধা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীদের বহুদিনের দাবি মেনে অবশেষে সরকারি নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। এতদিন সরকারি স্কুল-কলেজে কর্মরতরা ছাড়া বাকিদের জন্য কোয়ারেন্টাইন লিভ নিয়ে কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেনি সরকার। ইতিমধ্যে রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। কোভিড বিধিনিষেধ জারি হওয়ার পর স্কুল-কলেজে পঠন পাঠন বন্ধ থাকলেও মিড-ডে মিল বিতরণ, পাঠ্য পুস্তক বিলির মতো নানা কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন