আগেই করোনা পজিটিভ( মৃদু ও মাঝারি উপসর্গযুক্ত)রোগীদের জরুরিকালীন চিকিৎসার জন্য ছাড়পত্র পেয়েছিল মলনুপিরাভির নামের কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট। সেই ট্যাবলেটই এবার চলে এল ভারতীয় বাজারে।
জানা গিয়েছে, মলনুপিরাভিরের পাঁচদিনের কোর্সের মোট খরচ ১,৩৯৯ টাকা। একাধিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরাল থেরাপি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। ১৫০০ থেকে ২৫০০ হাজারের মধ্যে দাম ট্যাবলেটের দাম ধার্য করাই ছিল লক্ষ্য। এবার দেখা গেল ম্যানকাইন্ড ফার্মা বাজারে যে ট্যাবলেট আনল, তার মূল্য আরও কম। ফলে নতুন দিশা পেল করোনা চিকিৎসা। এর ফলে চিকিৎসার গতি আরও বাড়বে বলেই আশা চিকিৎসক মহলের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন