মদন মিত্রের ফেসবুক লাইভ এতদিন শুধু 'কালারফুল'ছিল। শনিবার রাতের পর কিছুটা বদলে গেল। একইসঙ্গে রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয়ও বটে। সাড়ে ২২ মিনিটের ফেসবুক লাইভ ঘিরে শনিবার রাত থেকে শুরু হয়েছে হইচই। লাইভে একের পর এক কটাক্ষের মদন-বাণ। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ 'গরমাগরম' বক্তব্য রেখেছেন মদন মিত্র। এরই মধ্যে রবিবার সাংবাদিক বৈঠক ডাকেন পার্থ চট্টোপাধ্যায়।
মদন মিত্র এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কার্যালয়ের সামনে যাওয়া যায় না। পাশাপাশি তিনি এও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই ব্যস্ত যে তাঁর কাছে তাঁর (মদন) মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারেন না। এব্যাপারে তিনি তপশিয়ার দলীয় কার্যলয়ের নতুন করে তৈরি করার কথাও উল্লেখ করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের প্রশ্ন এইসময় কিছু জানানোর থাকলে কাকে, জানাবেন, কীভাবেই বা তা জানানো যাবে? তবে সঙ্গে তিনি বলেছেন, দলের বিরুদ্ধে তিনি কিছুই বলছেন না। শনিবারও কার্যত তিনি একই মন্তব্য করেছিলেন, সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছিলেন যাঁর যা ক্ষোভ তা দলের মধ্যে বলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোথায় কাকে বলতে হবে, তাঁকে কোথায় পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কেননা তৃণমূল ভবনে সুব্রত বক্সি ছাড়া কাউকেই পাওয়া যায় নি। এর পরে মদন মিত্র দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, তিনি (পার্থ) যদি বলেন, ওঁর বাড়ির নিচে যে কনস্টেবল থাকেন, তাঁর কাছে কিছু দিয়ে আসতে, তাহলে তিনি তাই করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন