পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকানো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। বৃহস্পতিবার পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকাল প্রধানমন্ত্রীর কনভয়। বাধ্য হয়েই সভা বাতিল করে দিল্লি ফিরল প্রধানমন্ত্রী।এদিন ফিরোজপুরে যাওয়ার পথে ২০ মিনিট আটকে যায় মোদীর কনভয়।
'আপনে সিএম কো থ্যাংকস কহনা, কী ম্যাঁয় ভাটিন্ডা এয়ারপোর্ট তক জিন্দা লট পায়া' (আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবেন, আমি ভাটিন্ডা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পারলাম)।
অবরোধে আটকে গিয়ে পঞ্জাব সফর ভেস্তে যাওয়ার পর ভাটিন্ডা বিমানবন্দরে সেখানকার আধিকারিকদের উদ্দেশে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই দাবি করা হয়েছে। সূত্রের খবর, অবরোধে আটকে থাকার পর বাধ্য হয়ে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে আসা প্রধানমন্ত্রী দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনার সূত্রপাত এ দিন দুপুরে। পঞ্জাব সফরে গিয়ে ভাটিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হুসেইনওয়ালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী। সেখানে শহিদদের জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপনের কথা ছিল প্রধানমন্ত্রীর। ভোটমুখী পঞ্জাবে আগে একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন