করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। যে অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি, ওই অঞ্চলগুলি চিহ্নিত করে আলাদা করে কোভিড নিষেধাজ্ঞা জারির কথা বলেছে রাজ্য সরকার। তার পর রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আংশিক লকডাউন।
জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু জয়নগর ১ নম্বর ব্লক এলাকায় ইতিমধ্যে ১০২ জন কোভিড সংক্রামিত হয়ে পড়েছেন। যে গতিতে সংক্রমণ বাড়ছে তাতে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে ভাইরাসের শৃঙ্খল ভাঙতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হল। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার সঙ্গে সঙ্গে এলাকায় সমস্ত বাজার ও দোকান-পাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক তরফে। এদিকে, জয়নগর ১ নম্বর ব্লকের অধীনে দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনার শৃঙ্খল ভাঙতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনবহুল দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় লকডাউনকে মান্যতা দিয়ে সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে দক্ষিণ বারাসতের এলাকার বিভিন্ন দোকানপাট ঘুরে দেখেন প্রশাসনের কর্তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন