এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এবার নতুন বছরের শুরুতেই এল ভাল খবর। এক ঝটকায় ১০০ টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম।
গত ডিসেম্বর মাসেই ১০০ টাকা বাড়ানো হয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম। যার জেরে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে গিয়েছিল ২১৭৮.০০ টাকা। এক্ষেত্রে এবার মোট ১০২ টাকা ছাড় পেতে চলেছেন গ্রাহক। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাম কমানোয় বর্তমানে মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ১৯৪৮.৫০ টাকা, প্রসঙ্গত, ডিসেম্বরে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই ছিল।
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯২৬.০০ টাকা, যা আপাতত অপরিবর্তিতই থাকছে। তবে রান্নার গ্যাসের দাম না কমলেও কমার্শিয়াল গ্যাসের দাম কমায় কিছুটা অন্তত সাশ্রয় হবে গ্রাহকদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন