তাপমাত্রা বেড়েছে। শীতের প্রভাব প্রায় নেই বললেই চলে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। সোমবার থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকী শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ রাজ্য জুড়ে এই বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে, "আজ থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ রাজ্য জুড়ে বৃষ্টি হবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে। দার্জিলিং, কালিম্পয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন