করোনা বিধি মেনেই চলবে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণ। এমনটাই জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২২ এর উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণ। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ফর্ম পূরণের সময় সোশ্যাল ডিসট্যান্সিংসহ সমস্ত করোনাবিধি মেনে চলতে হবে। ইতিমধ্যে এমন নির্দেশিকা প্রকাশ করেছে। ওই নির্দেশিকায় জানান হয়েছে, ফর্ম পূরণের সময় স্কুলের ভিতরে কোনও অবস্থাতেই ভিড় করা যাবে না।
চলতি বছর ২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০ এপ্রিল পর্যন্ত ৫৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন করবেন স্কুলের শিক্ষকরাই। তবে করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা শেষ পর্যন্ত না হলে টেস্টের নম্বরের ভিত্তিতে হবে মূল্যায়ন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন