করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। এর ফলে ফের স্কুল-কলেজ বন্ধ করতে হয়েছে। কিন্তু এখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাতিল বা পিছিয়ে দেওয়ার ভাবনা নেই রাজ্য সরকারের।
সূত্রের খবর, স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এবার টেলিভিশনের মাধ্যমে নবম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস শুরু করছে রাজ্য সরকার। শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই এই ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।
ক্লাসরুমে যে সিলেবাসগুলি শেষ করানো যায়নি, টেলিভিশনে নেওয়া ক্লাসে সেই সিলেবাসগুলি শেষ করার উপরেই জোর দেওয়া হবে। শিক্ষকদের সরাসরি ফোনে প্রশ্ন করতে পারবে ছাত্রছাত্রীরাও। টেলিভিশনের পাশাপাশি রেডিও-তেও ক্লাস নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন