রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ সংক্রমণ। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রত্যেকের। এই পরিস্থিতিতে দুস্থ কোভিড রোগীদের পাশে রাজ্য সরকার। এবার দুস্থ কোভিড রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ভাবনা নবান্নের।
ইতিমধ্যে করোনার কারণে বহু জায়গায় কাজে কাটছাঁট হচ্ছে। বিধিনিষেধের কড়াকড়িতে কাজ পেতে সমস্যা হচ্ছে দিন আনে দিন খায় এমন বহু মানুষের। যে হারে করোনা বাড়ছে তা আগামী এক মাসও যদি অব্যাহত থাকে, তা হলে এই মানুষগুলোর অন্নসংস্থান প্রশ্নের মুখে পড়বে।
করোনার প্রথম ঢেউ কিংবা দ্বিতীয় ঢেউয়ে এই দুর্দশার ছবি প্রকটভাবে দেখাও গিয়েছিল কোথাও কোথাও। তবে কোভিডের তৃতীয় ঢেউ যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এই পরিস্থিতিতে কোনওভাবেই রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই নবান্ন সূত্রে খবর। একটি মানুষকেও যাতে খাবারের অভাব বোধ করতে না হয় সে কারণে এবার প্রথম থেকেই প্রস্তুত নবান্ন।
চাল, ডাল, বিস্কুট-সহ বিভিন্ন শুকনো খাবার দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছে নির্দেশিকা গিয়েছে। এর জন্য পুলিশের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে জেলাপ্রশাসনকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন