করোনার রক্তচক্ষুর মাঝে এবারের গঙ্গাসাগর মেলা বন্ধ হোক। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মেলা নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানালেন, কোভিড পরিস্থিতির দাপটে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেসব মেনেই গঙ্গাসাগর মেলা হোক, এটাই চায় রাজ্য। সাগর এলাকায় অধিকাংশ বাসিন্দার টিকাকরণের কাজ শেষ।
প্রসঙ্গত, রাজ্যে একলাফে অনেকখানি বেড়েছে করোনা সংক্রমণ। আর এই কারণে বন্ধ হোক গঙ্গাসাগর মেলা। এই মর্মেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। গতকাল সেই মামলার শুনানিতে আদালত গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল। করোনা আবহে সবদিক বিচার করে আদৌ মেলা আয়োজন সম্ভব কি না, তা স্পষ্ট জানাতে হবে রাজ্য প্রশাসনকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন