প্রায় ১৩ বছর ধরে মামলা চলার পর অবশেষে রায়দান হল আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলার। এদিন রায়দান করে গুজরাটের বিশেষ আদালত। ২০০৮ সালে আহমেদাবাদে যে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল, তাতে মৃত্যু হয়েছিল ৫৬ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন। ওই ঘটনাতেই এদিন ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
২০০৮ সালের ২৬ জুলাই আমেদাবাদের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হয়। সরকারি হাসপাতাল, পৌরনিগমের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্র, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত এলজি হাসপাতাল, বাস, রাস্তার ধারে রাখা সাইকেল, গাড়ি সমেত বিভিন্ন জায়গায় একের পর এক বোমা হামলা চালায় দোষীরা। প্রাণ হারিয়েছেন ৫৬জন । অতঃপর ঘটনার প্রায় ১৩ বছর পর সাজা ঘোষণা করল বিশেষ আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন