গরু পাচার মামলায় আগেই নাম জড়িয়েছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের।এবার দ্বিতীয় হাজিরা এড়ালেন তিনি। নিজে না এলেও তাঁর হয়ে আইনজীবী এসে পৌঁছলেন নিজাম প্যালেসে। এর আগেও সিবিআই-এর তরফে হাজিরার জন্য নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল।
শুক্রবারও এড়ালেন হাজিরা। গরুপাচার মামলায় ১৪ ফেব্রুয়ারি সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেদিনও হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। ২৫ ফেব্রুয়ারি ফের তাঁকে হাজিরার নোটিশ দেওয়া হয়। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার বিষয়টি আইনজীবীরা জানান। এদিন হাজিরা এড়িয়ে যান কেষ্ট। সূত্রের খবর, গরুপাচারকাণ্ডে অনুব্রতকে বেশ কিছু প্রশ্ন করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নিয়ে মোট ৩ বার তাঁকে নোটিশ পাঠানো হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন