করোনার কারণে রাজ্যে বন্ধ ছিল স্কুল-কলেজ। বর্তমানে কমছে কোভিডের প্রকোপ। সেই কারণে চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ দিন নবান্ন থেকে নির্দেশিকা জারি হওয়ার কিছুক্ষনের মধ্যেই শিক্ষা দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতে বাচ্চাদের নিয়ে কীভাবে ক্লাস হবে, সেই সমস্ত বিষয়ে জরুরি গাইডলাইন দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১৬ ফেব্রুয়ারি থেকেই খোলা হচ্ছে সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ, খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। এদিকে পাড়ায় শিক্ষালয় অনুষ্ঠান বাতিল করে দেওয়া হল বলে জানান হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন