রাজ্যে বেকারের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমটাই অভিযোগ বিরোধীদের। যে দুই ইস্যু নিয়ে বিরোধীদের থেকে বার বার খোঁচা খেতে হয়েছে মুখ্যমন্ত্রীকে, তা হল – শিল্পবিমুখ মনোভাব এবং রাজ্যের বেকারত্ব। এবার সেই দুই 'তকমা' ঘোচাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর কথা থেকেই তা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভবিষ্যতে বাংলাই হতে চলেছে শিল্পের ডেস্টিনেশন।" এর জন্য তাঁর লক্ষ্য এবার শিল্প গড়ে তোলা, পরিকাঠামোগত সুবিধা গড়ে তোলা, বিনিয়োগ টানা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা।
মুখ্যমন্ত্রী বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কিষান বন্ধু, প্রতিটি সামাজিক কাজ আমরা আগেই করে দিয়েছি। এবার আমরা শিল্প ও কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা ইতিমধ্যেই অনেকটা করেছি। রাজ্যে প্রায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। তা সত্ত্বেও আরও শিল্প তৈরি হবে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখনই বাংলা একাধিক বিষয়ে এক নম্বরে উঠে এসেছে। এছাড়ায় বাংলায় যে সংখ্যক সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, অন্য কোথাও নেই। অর্থনৈতিক ক্ষেত্র রাজ্যের জিএসটি থেকে আয় বেড়েছে। এই অর্থনীতিকে আরও চাঙ্গা করতে আরও শিল্প প্রয়োজন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন