করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ফের একবার খুলে গিয়েছে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ফের একবার স্কুল-কলেজের ক্লাসরুমগুলি থেকে শোনা যাচ্ছে পড়ুয়াদের কলতান। এহেন পরিস্থিতিতে, আগামী ১ এপ্রিল থেকে দিল্লির সব স্কুলগুলিকে শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই ক্লাস নিতে নির্দেশ দিল দিল্লি সরকার। আর অনলাইনে কোনও ক্লাস নেওয়া যাবে না বলেই ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার, দিল্লির ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বৈঠকেই আগামী ১ এপ্রিল থেকেই সব অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন